18th June, 2025

জন্মদিনে রাত ১২টায় কেক কাটেন? জ্যোতিষশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

TV9 Bangla

Credit -  Freepik 

আজকাল প্রায়শই দেখা যায় অনেকে রাত ১২টার সময় জন্মদিন উদযাপন শুরু করেন। বন্ধুবান্ধবদের সঙ্গে বা পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেউ কেউ রাত ১২টায় কেক কাটেন।

এ বার প্রশ্ন হল ওই সময় অর্থাৎ রাত ১২টায় কি কেক কাটা ভালো? এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্র কী বলছে সেটা কি জানেন?

শাস্ত্র বলছে এমনটা করা ঠিক নয়। ইংরেজি মতে, রাত ১২টা থেকে নতুন দিন শুরু হয়। অপরদিকে বৈদিক শাস্ত্র বলছে, নতুন দিন শুরু হচ্ছে সূর্যোদয়ের পর।

বৈদিক শাস্ত্র বলছে, রাত ১২টার পর কেক কেটে সেলিব্রেশন করা অশুভ। কারণ ওই সময় নেতিবাচক শক্তির বিস্তার ঘটে থাকে।

রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত সময়কালকে নিশীথ কাল বলা হয়। সেই নিশীথ কালের সময় অশুভ আত্মা ও অন্ধকার বিরাজমান থাকে। তাই সেই সময় ভালো ফল মেলে না।

উল্লেখ্য, নিশীথ কালে কেক কাটা শুভ বলে মনে না করা হলেও, কালীপুজো, নবরাত্রি, শিবরাত্রি ও জন্মাষ্টমীতে নিশীথ কালে পুজো করলে ভালো ফল মেলে।

জ্যোতিষ ও পণ্ডিতরা যে কারণে জানান, রাত ১২টার সময় কেক কেটে সেলিব্রেট করা শুভ নয়। ওই সময় কেক কাটলে আয়ু ক্ষয় হয়। সৌভাগ্য কমে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, সেটি জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।