এই রত্ন ধারন করলে কাটবে অর্থকষ্ট, জীবনে আসবে সুখ-শান্তি
TV9 Bangla
Credit - Pinterest
কোনও ব্যক্তিই চান না অর্থের অভাবে তাঁর দিন কাটুক। কিন্তু নানা কারণে টাকা হাতে আসতে না আসতেই শেষ হয়ে যায় অনেকের।
হাতে টাকা না থাকলে অনেকে সমস্যায় পড়েন। কয়েকটি রত্ন ধারন করলে জীবনে সুখ, শান্তি ও অর্থ আসে। জানেন সেগুলি কী কী?
ধন সম্পত্তি লাভের জন্য বেশ কিছু রত্ন ব্যবহারের চল রয়েছে। তার মধ্যে অন্যতম পান্না, পোখরাজ, রুবি, নীলার মতো রত্ন রয়েছে।
পান্না - জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত পান্না। যা বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি ও ব্যবসার উন্নতিতে সাহায্য করে।
পোখরাজ - জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত এই রত্ন। যা সম্পদ, খ্যাতি ও ভাগ্য ভালো করতে সাহায্য করে।
সবুজ জেড - জ্যোতিষশাস্ত্র মতে ব্যবসায়ীরা এই রত্ন পরলে শুভ হয়। কাজের প্রতি এই রত্ন একাগ্রতা বৃদ্ধি করে। আর্থিক অবস্থা ভালো করে।
টাইগার রত্ন - রত্ন শাস্ত্র যদি দেখেন, তাতে টাইগার রত্নকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, তারা এই রত্ন পরতে পারেন।
রুবি ও নীলা যথাক্রমে জীবনে সাফল্য আনে ও কর্মজীবন উন্নত করে। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।