11th June, 2025
কোন রাশির জাতক-জাতিকাদের জন্য রুপো শুভ, কাদের জন্য অশুভ?
TV9 Bangla
Credit - Freepik, Canva
নানা মানুষ নানা সময় নিজের শখ মেটানোর জন্য গলায় চেইন বা রূপার আংটি পরেন। রুপোর আংটি পরার নানা উপকারিতা রয়েছে। রূপো পরলে কোন গ্রহ শক্তিশালী হয়?
জ্যোতিষশাস্ত্র অনুসারে রুপো পরলে চন্দ্র ও শুক্র গ্রহ শক্তিশালী হয়। তাই রূপার আংটি যে জাতক-জাতিকা পরেন, তাঁর শুক্র এবং চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়।
চন্দ্র রূপার প্রতিনিধিত্ব করে। ফলে যে ব্যক্তি রূপার আংটি পরেন, তাঁর মানসিক শান্তি হয়। তিনি ইতিবাচক ভাবতে পারেন।
জ্যোতিষশাস্ত্র মতে রুপো শুক্রর সঙ্গে জড়িত, তাই তা বৃদ্ধাঙ্গুলিতে পরা ভালো। তা হলে সেই ব্যক্তির শুক্রের অবস্থান শক্তিশালী হয়।
রুপোর আংটি পরলে একজন ব্যক্তির মন শান্ত হয়। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয় এবং সেই ব্যক্তির আর্থিক লাভের সম্ভবনাও থাকে।
কোন রাশির জাতক এবং জাতিকাদের রুপো পরা উচিত নয়? মেষ, সিংহ ও ধনু রাশির জাতক-জাতিকাদের রূপা পরা উচিত নয়।
কারণ কী? আসলে মেষ, সিংহ ও ধনু এই রাশিগুলি অগ্নি উপাদানের সঙ্গে সম্পর্কিত। আর রুপো শান্ত ধাতু হিসেবে বিবেচিত হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন