10h July, 2025

অফিসের ডেস্কে ফুল রাখতে গিয়ে করবেন না এই ভুল...

TV9 Bangla 

Credit -  Getty Images 

অনেকে দিনের দীর্ঘ সময় অফিসে কাটান। তাই অফিসের ডেস্ক যদি সাজানো এবং গোছানো থাকে, তা হলে মন ভালো হয়ে যায়।

যে কারও চেতনাকে সতেজ করে ফুল। একসঙ্গে মনকে শান্ত করে। অফিসের ডেস্কে ফুল রাখার সময় বেশ কয়েকটি ভুল একেবারেই করা উচিত নয়।

অফিসের ডেস্ক গোছানো থাকলে যে কারও মন ও মেজাজ ভালো হয়ে যায়। যখন কারও চারপাশের পরিবেশ ভালো হয়, সেই সময় ইতিবাচকতা ছড়ায়।

কেউ কেউ নিজের অফিসের ডেস্কে তাজা ফুল বা কোনও গাছ রাখেন। আসলে অফিসের ডেস্কে ফুল রাখলে কর্মক্ষেত্রের পরিবেশ ইতিবাচক হয়।

বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে ফুল সাফল্য এবং অগ্রগতির পথকে অত্যন্ত প্রশস্ত করে। তবে অনেক সময় অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় কেউ কেউ কয়েকটি সাধারণ ভুল করে থাকেন। তাতে কাজে প্রভাব পড়ে।

লক্ষ্য রাখতে হবে অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় ফুলের মুখ যেন আপনার দিকেই থাকে। তাহলে চারপাশে ইতিবাচক শক্তি ছড়াবে। ফুল যদি অন্যদিকে হেলে থাকে, তাহলে নেতিবাচকতা আনতে পারে, কাজের উপর প্রভাব পড়তে পারে।

অফিসের ডেস্কে কৃত্রিম বা প্লাস্টিকের ফুল রাখতে নেই। এই জাতীয় জিনিসের ফলে রাহু গ্রহ কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মপ্রবাহে বাধা তৈরি করে।

কাঁটাযুক্ত ফুল গাছ অফিস ডেস্কে রাখতে নেই থাকে। কর্মক্ষেত্রে বাধা তৈরি হয়। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।