স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?
TV9 Bangla
Credit - Pinterest, Meta AI
আচার্য চাণক্যর এক গ্রন্থ রয়েছে, যা চাণক্য নীতি নামে পরিচিত। যেখানে রাজনীতি, অর্থশাস্ত্রের পাশাপাশি জীবনের বিভিন্ন দিক সম্পর্কে মতামত তুলে ধরা হয়েছে।
আচার্য চাণক্য জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের ফারাক ঠিক কতটা হলে তাদের দাম্পত্য জীবন হবে সুখের।
বিয়ের আগে একজন মানুষের মনে নানা ধরণের চিন্তা আসে। তার মধ্যে অন্যতম হল স্বামী ও স্ত্রীর বয়সের পার্থক্য ঠিক কত হওয়া ভালো।
স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া, রাগ, অভিমান হওয়া নতুন কিছু নয়। এর নেপথ্য বহু কারণ থাকতে পারে। তবে যে দম্পতির বয়সের পার্থক্য বেশি হয়, তাদের মত পার্থক্যও বেশি হয়।
অসমবয়সে বিয়ে করাটা অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু আচার্য চাণক্যের মত অনুযায়ী, কখনও বয়সে ছোট মেয়েকে কোনও ছেলের বিয়ে করা উচিত নয়।
বয়স্ক ব্যক্তিরা বয়সে ছোট মেয়েকে বিয়ে করলে সেই দাম্পত্য সুখের তো দূর, তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। দু'জনের বয়সের ব্যবধান বেশি হলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
বয়সের বেশি পার্থক্য হলে মানসিকতা আলাদা হয়। ফলে সম্পর্ক তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। চাণক্যের মতে,স্বামী ও স্ত্রীর বয়সে যদি ৩-৫ বছরের পার্থক্য থাকে তা হলে দু'জনের মানসিকতায় খুব বেশি পার্থক্য থাকে না।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।