নিজের বউকে খুশি করতে পারছেন তো? স্ত্রীর আচরণে এই ৩ লক্ষণ দেখলেই সাবধান
credit: Getty Images
TV9 Bangla
চাণক্য বলেছেন একজন স্ত্রী ভাল নেই তা সব সময় মুখে বলে প্রকাশ করেন না। স্ত্রীর সুখের খোঁজ রাখাটা প্রত্যেক স্বামীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে।
বিয়ের পরে স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক সময় চেষ্টা করেও স্ত্রীকে খুশি করতে পারেন না স্বামীরা।
আচার্য চাণক্যের মতে যদি স্ত্রী শারীরিক বা মানসিক ভাবে সন্তুষ্ট না হন তাহলে ৩ আচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। প্রত্যেক স্বামীর সেই ইঙ্গিত জানা উচিত, এবং সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত।
কম কথা বলা। এমনিতে নিজের মনের পুরুষের কাছে অনেক কথা বলেন মহিলারা। এমনকি ইন্ট্রোভার্ট মহিলারা বক বক করতে কম যান না। কিন্তু স্বামীর প্রতি অসন্তুষ্ট হলে তাঁরা কম কথা বলে।
প্রত্যেকে স্বামীর কর্তব্য স্ত্রীকে শারীরিক এবং মানসিক সুখ প্রদান করা। তাতে তাঁর স্ত্রী সন্তুষ্ট কিনা, তাও জানাটা পুরুষ মানুষের কর্তব্য। তবে অনেক সময় ঝগড়া হলেও মহিলারা চুপ করে থাকেন।
স্ত্রীয়েরা কোনও কিছু নিয়ে স্বামীর উপরে অসম্ভব বিরক্ত থাকলে, তাঁদের রাগ করা বেড়ে যায়। তখন কিন্তু বুঝতে হবে কোথাও একটা সমস্যা হচ্ছে।
স্ত্রীর সাধারণ প্রবৃত্তি বা ব্যবহারে পরিবর্তন দেখা দিলে বুঝতে হবে আপনি তাঁকে দাম্পত্য সুখ দিতে ব্যর্থ। স্ত্রীয়ের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
স্বামীর যত্ন না নিলে, স্বামীর প্রতি অবহেলা বেড়ে গেলে বুঝতে হবে স্ত্রী কোনও কারণে আপনার উপর অত্যন্ত বিরক্ত। এমন কিছু হলে তা এড়িয়ে যাবেন না, কথা বলুন নাহলে আপনার দাম্পত্য জীবন বিষিয়ে যেতে পারে।