বন্ধু হোক বা বাবা-মা, তাঁদের কোন জিনিসটি নিলে ধেয়ে আসতে পারে দুর্ভাগ্য?
credit: Getty Images
TV9 Bangla
ফেং শুই বা বাস্তু শাস্ত্রে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না। সেটা যার যার মনের ব্যপার। তবে ফেং শুই বলে সবার মধ্যেই একটি শক্তি অন্তর্নিহিত থাকে।
সেই শক্তি ইতিবাচক বা নেতিবাচক দুই রকম হতে পারে। মানুষের থেকে ধার নিয়ে ব্যবহার করা নানা জিনিসের মধ্যেও সেই শক্তি সঞ্চারিত হয়। অর্থাৎ আমার কোনও জিনিসে আমার সেই শক্তি নিহিত থাকে।
কেউ সেই জিনিস ব্যবহার করলে সেই ইতিবাচক বা নেতিবাচক শক্তি সঞ্চারিত হতে পারে পরবর্তী ব্যাক্তির মধ্যেও। তাই অন্যের জিনিস ধার করে ব্যবহার করলেও ফেং শুই মতে কিছু জিনিস ব্যবহার করলে বিপদ হতে পারে।
অন্যের ব্যবহার করা বিছানা ধার করে ব্যবহার করতে নেই। কারণ এর ফলে তার শরীরের নেতিবাচক শক্তি আপনার শরীরেও সঞ্চারিত হতে পারে। যার ফলে নানা দিক থেকে ক্ষতির আশঙ্কা থাকে।
অন্যের কাছ থেকে ধার করে কখনও ঘড়ি ব্যবহার করতে নেই। মনে করা হয় এর ফলে সেই ব্যক্তির খারাপ সময় আপনার সঙ্গী হয়ে যেতে পারে।
অন্যের কাছ থেকে টাকা-পয়সা ধার করা একেবারেই উচিত নয়। এতে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা হয়। সাধারণত আর্থিক বিশেষজ্ঞরাও এই পরামর্শই দিতে থাকেন।
অন্যের ব্যবহার করা জামাকাপড় ধার করে পরতে নেই। এর ফলে তার নেতিবাচক শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে আপনার ক্ষতি করতে পারে।
কলম অন্যের কাছ থেকে ধার করতে নেই। তবে যদি একান্ত প্রয়োজন হয় ধার করার তা হলে দ্রুত ফিরিয়ে দিতে হবে। ফেং শুই শাস্ত্রে কলম ধার করা খুব একটা ভাল বলে মনে করা হয় না।