28th June, 2025

স্বর্গ বা নরক নয়, অকাল মৃত্যুতে কোথায় ঠাঁই হয় আত্মার? গরুড় পুরাণ বলছে...

TV9 Bangla 

Credit - Pinterest

জন্ম ও মৃত্যুর দুটোর কোনওটাই কারও হাতে থাকে না। জন্ম হওয়া মানেই মৃত্যু অবধারিত। মৃত্যু নানা ভাবে ঘটতে পারে।

হিন্দুধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা স্বর্গে বা নরকে যায়। আর যাদের অকাল মৃত্যু হয়, সেই আত্মার কী হয় জানেন?

অকাল মৃত্যুতে হয় না মুক্তি, বরং গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, অকাল মৃত্যু হওয়া মানে পাপ। কারণ, যাদের অকাল মৃত্যু হয়, তাদের আত্মা মুক্তি পায় না।

গরুড় পুরাণ অনুসারে, অকাল মৃত্যু হল স্বাভাবিক সময়ের আগে অস্বাভাবিক বা আকস্মিক কারণে মৃত্যু। বহু মানুষ তাঁর জীবনের সময় শেষ হওয়ার আগেই মারা যান।

অকাল মৃত্যুর মধ্যে রয়েছে আত্মহত্যা, দুর্ঘটনা, বিষক্রিয়া, আগুনে পোড়া, জলে ডুবে যাওয়া বা সাপের কামড়ে মৃত্যু।

গরুড় পুরাণ অনুযায়ী, অকাল মৃত্যু হলে মৃতের আত্মাকে নানা প্রকার কষ্ট ভোগ করতে হয়। অকাল মৃত্যুর অর্থ সেই আত্মার আয়ু অসম্পূর্ণ থাকে।

অকাল মৃত্যু হলে আত্মার জীবনচক্র সম্পূর্ণ হয় না। যার ফলে সেই আত্মা স্বর্গে যেতে পারে না এবং নরকেও সেই আত্মার ঠাঁই হয় না।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস এবং গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।