স্বামী-স্ত্রী একসঙ্গে মারা গেলে আত্মার কী হয়? গরুড় পুরাণ বলছে…
TV9 Bangla
Pic Credit- Freepik
হিন্দু ধর্মের ১৮টি মহাপুরাণের অন্যতম গরুড় পুরাণ। এখানে ধর্ম-কর্ম এবং নীতি-নিয়মের পাশাপাশি যমলোকের যাত্রা এবং মৃত্যুর পর স্বর্গ ও নরকের কথাও বলা হয়েছে।
যদি কোনও ব্যক্তি গরুড় পুরাণের নীতি অনুসরণ করেন, তা হলে তিনি সঠিক ও ভুল কর্মের মধ্যে পার্থক্য শিখতে পারেন।
স্বামী ও স্ত্রী যদি একসঙ্গে মারা যায়, তা হলে তাঁদের আত্মার সঙ্গে কী হয়? এই নিয়ে বলা হয়েছে গরুড় পুরাণে।
গরুড় পুরাণ অনুসারে যদি স্বামী ও স্ত্রী উভয়ই ধর্মীয় জীবন যাপন করে থাকেন, ধর্ম-কর্ম করেন, তা হলে দু’জনের আত্মাই একসঙ্গে মোক্ষলাভ করতে পারে।
যে স্বামী ও স্ত্রী একসঙ্গে মারা যায়, তাঁদের কর্মের ভারসাম্য ও মৃত্যুর পর বংশধরদের করা অনুষ্ঠানের উপর অনেক কিছু নির্ভর করে। এটাই ঠিক করে দেয় যে ওই আত্মাগুলির পূর্বপুরুষদের সঙ্গে দেখা হবে কিনা।
যদি কোনও স্বামী ও স্ত্রী একসঙ্গে মারা যায় এবং তাঁদের কোনও ইচ্ছা অপূর্ণ থাকে, তা হলে সেই আত্মারা আবার জন্মগ্রহণ করতে পারে। ভবিষ্যতে আবার তাঁরা একসঙ্গে থাকতে পারবেন কিনা, তা তাঁদের আধ্যাত্মিক ভাবনা, কর্মের উপর নির্ভর করে।
এমনটা বিশ্বাস করা হয় যে যখন স্বামী ও স্ত্রী একসঙ্গে মারা যায়, তখন তাঁদের ভালো কর্মফলের হিসেব করে আত্মা দুটি স্বর্গলাভ করতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস ও গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।