মিথ্যেবাদীরা নরকে কোন যন্ত্রণা ভোগ করবেন? গরুড় পুরাণ বলছে...
TV9 Bangla
Credit - Pinterest , Freepik
মৃত্যুর পর কেউ কেউ স্বর্গে যান, আর কেউ যান নরকে। এমনটাই হিন্দুধর্মে বিশ্বাস করা হয়। গরুড় পুরাণে উল্লেখ হয়েছে মৃত্যুর পর কোন পাপের জন্য নরকে কেমন শাস্তি দেওয়া হয়।
গরুড় পুরাণ অনুসারে যে সকল ব্যক্তিরা মিথ্যে কথা বলেন, তাদের মৃত্যুর পর 'তপ্তকুম্ভ' নামক নরকে শাস্তি দেওয়া হয়। যেখানে তাদের নানা ধরণের যন্ত্রণা ভোগ করতে হয়।
গরুড় পুরাণ বলছে, যে সকল ব্যক্তি কথায় কথায় মিথ্যে বলেন, মৃত্যুুর পর নরকে তাদের আত্মাকে ধারালো পেরেক দিয়ে নির্যাতন করা হয়। পাশাপাশি তাদের উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে পোড়ানো হয়।
গরুড় পুরাণে উল্লেখ রয়েছে যে, মিথ্যা সাক্ষী দেয় যারা, তাদের আভিচি নরকে পাঠানো হয়। গরুড় পুরাণ মতে, মৃত্যুর পর যমরাজ আত্মাকে তার কর্ম অনুসারে শাস্তি দেন।
নরকে আত্মারা যে শাস্তি পায়, তা অত্যন্ত ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক। পাপী আত্মাদের নানা ভাবে নির্যাতন করা হয়। যেমন - আগুনে পোড়ানো, তীব্র যন্ত্রণা দেওয়া, দংশনকারী প্রাণীদের কামড়- যা থেকে তীব্র যন্ত্রণা হয়।
গরুড় পুরাণে বলা হয়েছে যে, জীবিত অবস্থায় মিথ্যে কথা বললে কোনও ব্যক্তি তার বর্তমান জীবনেই কষ্ট পান না, পাশাপাশি মৃত্যুর পরও নরকে ভয়াবহ শাস্তি পান।
গরুড় পুরাণে ১৬ ধরনের নরকের বর্ণনা দেওয়া হয়েছে। যেখানে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তির কথা উল্লেখ রয়েছে। এই নরক যন্ত্রণার মধ্যে রয়েছে - কুম্ভীপাক, তপ্তকুম্ভ ও বৈত্রাণীর মতো নরক।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস এবং গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।