মহিলারা এই কাজগুলো করলেই হবে নরকবাস! গরুড় পুরাণ বলছে...
TV9 Bangla
Credit - Pinterest
হিন্দু ধর্মের ১৮টি মহাপুরাণের অন্যতম গরুড় পুরাণ। সেখানে বলা জ্ঞান, নীতি মেনে চললে বহু মানুষের জীবন সুখের হয়।
এই গরুড় পুরাণে বেশ কিছু কাজের কথা বলা হয়েছে, যেগুলো করলে মহিলাদের নরকবাস আটকানো কঠিন। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী।
আসলে গরুড় পুরাণে নীতি-নিয়ম, ধর্ম-কর্মর পাশাপাশি যমলোক যাত্রা ও মৃত্যুর পর স্বর্গ এবং নরকবাস নিয়েও নানা কথা বলা হয়েছে।
গরুড় পুরাণে বলা হয়েছে, কোনও মহিলা কাউকে খাদ্য দান না করলে তার মৃত্যুর পর নরকবাস হতে পারে। আসলে দান করা খুবই পুণ্যের কাজ বলে অনেকের বিশ্বাস।
গরুড় পুরাণ বলছে, কোনও মহিলার কাউকে কখনও কোনওরকম অপমান করা উচিত নয়। কঠিন ও অপ্রীতিকর কথা বলাও ঠিক নয়। যেন কারও মনে আঘাত না লাগে, সেই খেয়াল রাখতে হবে। সকলের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে।
গরুড় পুরাণ বলছে কোনও মহিলা ক্ষুধার্ত ও দুঃস্থ ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী খাবার দান না করলে মৃত্যুর পর তার নরকবাসের সম্ভবনা থাকে।
কোনও মহিলার উচিত নয় স্বামীর থেকে দূরে থাকা। স্ত্রী আসলে স্বামীর অর্ধাঙ্গিনী। তাই সুখী দাম্পত্য জীবন কাটাতে চাইলে স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।