গণেশ নাকি লক্ষ্মী, পরিবারে সুখ-শান্তির জন্য প্রথমে করবেন কার পুজো?
TV9 Bangla
Credit - Pinterest, Freepik
হিন্দুশাস্ত্রে ভগবান গণেশকে বাধা দূর করার দেবতা বলে উল্লেখ করা হয়েছে। যে কারণে গণেশকে বিঘ্নহর্তাও বলা হয়।
দেবী লক্ষ্মী হলেন ধন, সম্পদ ও সমৃদ্ধির দেবী। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর স্ত্রী। হিন্দু ধর্মগ্রন্থে যে কোনও শুভ কাজের আগে দেবদেবীদের উপাসনা করার কথা বলা হয়।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, সব সময় প্রথমে ভগবান গণেশের পুজো করার কথা বলা হয়। আর গণেশের পরই লক্ষ্মী দেবীর পুজো করা উচিত।
ভগবান গণেশের পুজো ছাড়া লক্ষ্মী দেবীর উপাসনা পূর্ণ হয় না। অনেকের বিশ্বাস এমনটাই। তাই শুভ কাজের আগে এই দুই দেব-দেবীর পুজো করা প্রয়োজন।
দেখা যায় নতুন বছরের সময় হালখাতা হয়। তখন গণেশ ও লক্ষ্মীর পুজো একসঙ্গেই হয়। এ ছাড়া দীপাবলির সময়ও লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরের পুজো একসঙ্গে হয়।
হিন্দুশাস্ত্রে বলা হয়, গণেশ ও লক্ষ্মী দেবীর মূর্তি বরাবর মন্দিরের উত্তর দিকে রাখতে হয়। সব সময় মনে রাখতে হবে যে, লক্ষ্মী ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুরের ডান দিকে রাখতে হবে।
কোনও ব্যক্তি যদি বাড়িতে গণেশের বাম দিকে লক্ষ্মী ঠাকুরের মূর্তি রাখেন, তা হলে সেই ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।