10h July, 2025
পায়ে রুপোর নূপুর পরা শুভ না অশুভ? শাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Getty Images , Pinterest
অনেক মহিলার পায়ে নূপুর দেখা যায়। শুধু যে বিবাহিত মহিলারাই নূপুর পরেন, তেমনটা নয়। অবিবাহিত মেয়েদের পায়েও দেখা যায় নূপর।
পায়ে রুপোর নূপুর পরা নিয়ে অনেক রকম কথা শোনা যায়। হিন্দু শাস্ত্র এই প্রসঙ্গে কী বলছে? এটা পরা শুভ নাকি অশুভ? চলুন জেনে নেওয়া যাক।
হিন্দুশাস্ত্র বলছে, মেয়েদের পায়ে রুপোর নূপুর পরা শুভ। এর ফলে ওই মহিলার ভাগ্যের উন্নতি সাধন হয়। মন শান্ত করতেও কার্যকরী এই গয়না।
যে পায়ে রুপোর নূপুর পরেন, তার অর্থ সমস্যার খানিক হলেও সমধান হয়। এতে থাকা ঝুমঝুমির শব্দ শুভ শক্তির সঞ্চার ঘটায়।
যাদের জন্মছকে চাঁদের অবস্থান খারাপ, তাদের পায়ে রুপোর নূপুর পরা ভালো। তাতে চাঁদ দুর্বল থাকলেও ধীরে ধীরে জীবনে ভালো জিনিস ঘটতে থাকে।
যারা পায়ে রুপোর নূপুর পরেন, তাদের ধারেকাছে ঘেঁষতে পারে না নেগেটিভ শক্তি। জীবনে শান্তি আসে। সমস্যার সঙ্গে মোকাবিলা করার সাহস আসে।
রুপোর নূপুর মন শক্ত করার পাশাপাশি আরও অনেক সহায়তা করে। রুপো একখানা শুভ ধাতু। তাই রুপোর নূপুর পায়ে পরলে জীবনে শুভ হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন