29th June, 2025

বাড়ির তুলসী গাছ শুকিয়ে গিয়েছে? উপড়ে ফেলবেন নাকি...

TV9 Bangla 

Credit - Pinterest, Getty Images

হিন্দুধর্মে, জ্যোতিষশাস্ত্রে ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে, বাড়ির নির্দিষ্ট স্থানে তুলসী গাছ না রাখলে জীবনে বিপদ ঘনিয়ে আসে।

যদি কারও বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায়, তা হলে সেই গাছটি নিয়ে কী করা উচিত? চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হিন্দুশাস্ত্র বলছে যে, যদি কোনও বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায় তা হলে অবিলম্বে সেটি সরিয়ে দিতে হবে। শুকনো তুলসী গাছ পুজো করতে নেই।

তুলসী গাছ যদি শুকিয়ে যায়, তা হলে সেটি কোনওভাবেই পোড়ানো চলবে না। তা হলে জীবনে সুখ-শান্তি উড়ে যাবে এবং নেতিবাচক প্রভাব পড়বে।

বাড়িতে যদি দেখেন তুলসী গাছ শুকিয়ে গিয়েছে, তা হলে সেটি মাটি থেকে তুলে হয় জলে ভাসিয়ে দিতে হবে। না হলে মাটির নীচে পুঁতে দিতে হবে।

তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। যে কারণে নিষ্ঠাভরে তুলসী গাছে জল ঢাললে মা লক্ষ্মী প্রসন্ন হয়। 

রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই। বলা হয়, ওই দিন তুলসী গাছে জল দিলে লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন। উল্লেখ্য, সূর্যাস্তের পর তুলসী গাছে জল দিতে নেই। 

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।