হিন্দুধর্মে একটা তথা বলা হয় যে, ৩৩ কোটি দেব-দেবী রয়েছেন। নানা মুনির নানা মতের মতো এমনটা শোনা যায়। একদল বলে এ তথ্য সঠিক, অপর দলের বক্তব্য এমনটা আদতে নয়।
হিন্দুধর্মকে পুরাণ এবং রহস্যের ভাণ্ডার বললে ভুল বলা হয় না। কারণ এখনও হিন্দুধর্ম সম্পর্কিত নানা বিষয় রয়েছে, যা অমীমাংসিত। সঙ্গে অলৌকিকও। ফলে তা নিয়ে এখনও গবেষণা চলছে।
৩৩ কোটি দেব-দেবীর আসল অর্থ কী? সাধারণত কোটি বলা হলে তা সংখ্যার নিরিখে ৩৩০০০০০০ ধরা হয়। তবে এখানে তেমনটা নয়।
বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, কোটির অর্থ প্রকার বা শ্রেণী। সেই দিক থেকে দেখতে হলে আসলে ৩৩ ধরনের দেব-দেবী রয়েছেন।
৩৩ কোটি দেবতা আসলে কারা কারা? ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। অনেক জায়গায় ইন্দ্র ও প্রজাপতির পরিবর্তে দুই অশ্বিনীকুমারকে ৩৩ কোটি দেব-দেবীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থাৎ হিন্দুধর্মে দেবতাদের প্রকারভেদের ক্ষেত্রে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে বলা হলেও, আদতে ৩৩ জন দেবতার উল্লেখ করতে হয়।
এক ঝলকে দেখে নিন ৮টি বসুর নাম - ১. অপ, ২. ধ্রুব, ৩. সোম, ৪. ধরা, ৫. অনিল, ৬. অনল, ৭. প্রত্যুষ, ৮. প্রভাস।
এক ঝলকে দেখে নিন ১১টি রুদ্রের নাম - মন্যু, মনু, মহীন, হর, শম্ভু, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব, ধুতব্রত।
১২টি আদিত্যের নাম হল - বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।