13th June, 2025

ঝগড়ার সময় ভুলেও বলবেন না এ কথা, জানেন কী হয়?

TV9 Bangla

Credit -  Freepik, Getty Image 

কাছের মানুষ হোক বা দূরের অনেক সময় অনেকে নানা কারণে ঝগড়ায় জড়িয়ে পড়েন। সেই ঝগড়া সব সময় যে দীর্ঘস্থায়ী হয়, তা নয়।

অনেক সময় দুই ব্যক্তির হওয়া ঝগড়া ক্ষণস্থায়ী হয়। তবে সেই সময় ভুলেও একটি জিনিস বলা ঠিক নয়। জানেন তা কী?

এ নিয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন। তিনি রামকৃষ্ণ আদেশে দীক্ষিত হিন্দু সন্ন্যাসী। তিনি নিউইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান। তিনি বলেছেন, দুই ব্যক্তির যদি ঝগড়া হয়, তখন ভুলেও এক জিনিস বলা ঠিক নয়।

তাঁর কথায়, ঝগড়া হতেই পারে। কিন্তু সেই সময় একটি জিনিস মাথায় রাখতে হয়। তা হল, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেবেন না।

স্বামী সর্বপ্রিয়ানন্দ জানিয়েছেন, তাঁর কাছে অনেকেই আসেন, যাঁদের অনেক সময় ঝগড়া হয়েছে। কিন্তু তাঁদের ঝগড়ার কারণও মনে নেই। রাগ নেই, স্মৃতিও নেই।

ঝগড়ার কারণ ভুলে গেলেও সেই সময় একে অপরকে যদি কটু কথা বলে থাকেন, সেটি মনে থেকে যায়। কারণ কটু কথা মনে গভীর ক্ষত ফেলে।

সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দ যে কারণে জানিয়েছেন, ঝগড়া হলেও কোনও ব্যক্তিকে কটু কথা বলা উচিত নয়। তাতে মনে কষ্টের মাত্রা অনেক বেশি হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।