সমুদ্রশাস্ত্র শরীরের অঙ্গপ্রতঙ্গ ও লক্ষণের ভিত্তিতে কোনও ব্যক্তির স্বভাব বা ভবিষ্যত সম্পর্কে নানা কথা বলে দেওয়ার ক্ষমতা রাখে। তেমনই সমুদ্রশাস্ত্র অনুসারে প্রতারক বা বিশ্বাসঘাতকদের মধ্যে কিছু লক্ষণ থাকে। কী সেই লক্ষণ?
চোখ ঘন ঘন নড়াচড়া করা - প্রতারকরা কারও দিকে স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে চাইতে পারে না। তাদের দৃষ্টি ঘন ঘন ঘোরাফেরা করে বা এড়িয়ে যায়। যা অসততা প্রকাশ করে।
ঠোঁট পাতলা ও শুকনো - সমুদ্রশাস্ত্র অনুযায়ী, যাদের ঠোঁট অনেকটা পাতলা ও শুকনো হয়, তারা অনেক ক্ষেত্রে বিশ্বাস ঘাতক ও কলঙ্কিত হন।
অনিয়মিত বা ঘন ঘন পলক ফেলা - প্রতারকরা মিথ্যা বলার সময় ঘন ঘন পলক ফেলতে শুরু করে। এটা মানসিক অস্থিরতা ও অপরাধবোধ প্রকাশ করে।
ঘামযুক্ত হাত ও অস্থির অঙ্গপ্রত্যঙ্গ - প্রতারকরা মানসিক চাপে থাকে, যার ফলে ঘাম হয়। অস্থির অঙ্গপ্রত্যঙ্গে তারই প্রমাণ।
অসামঞ্জস্যপূর্ণ নাক ও কান - সমুদ্রশাস্ত্র অনুযায়ী, যাদের নাক বা কান অসামঞ্জস্যপূর্ণ বা বেঁকে থাকে, তারা অনেক ক্ষেত্রে বিশ্বাস ঘাতক বা অসাধু হয়।
ঘন ও এলোমেলো ভ্রু - অল্প ব্যবধানে ঘন ও এলোমেলো ভ্রু প্রকাশ করে যে সেই ব্যক্তি অনিয়ন্ত্রিত ও অস্পষ্ট আচরণের প্রবণতা রয়েছে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।