20 JUN 2025

আপনার সঙ্গীর মুখোশের পিছনে আসল চেহারাটা কেমন? বলে দেবে এই একটা জিনিস

credit:Getty Images

TV9 Bangla

কারও ভ্রু হয় মোটা ঘন, কারও আবার পাতলা সরু। কারও হয় জোড়া ভ্রু। মনের মতো ভ্রু পেতে আজকাল আইপ্লাগ করানো হয়। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র মানুষের ভ্রু দেখে সেই ব্যক্তির সম্পর্কে নানা কথা বলে দেওয়া সম্ভব। জানেন কী ধরনের ভ্রুর কী অর্থ?

গাঢ় ও ঘন ভ্রু - সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের ভ্রু ঘন ও গাঢ় হয়, তারা আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং কর্মঠ স্বভাবের হয়। এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ও নিজ সিদ্ধান্তে স্থির থাকে।

পাতলা বা হালকা ভ্রু - যাদের ভ্রু পাতলা, তাঁরা সাধারণত সংবেদনশীল ও সৃজনশীল হয়। সহজে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অন্যের উপর নির্ভর করতে ভালবাসে।

বাঁকা বা বক্র ভ্রু - এই ধরনের ভ্রু যাদের হয়, তাঁরা চতুর, বিচক্ষণ ও বুদ্ধিমান বলে মনে করা হয়। কৌশলের সঙ্গে কাজ হাসিল করতে পারে। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে জানে।

সরল বা সোজা ভ্রু - যাদের ভ্রু একদম সোজা থাকে, তাঁরা সাধারণত সরল, খোলামেলা মনোভাবের হয়। বিশ্বাসযোগ্য, সৎ ও সহজ-সরল ব্যক্তি হয়।

দুই ভ্রুর মাঝে ফাঁকা বেশি - এই ধরনের গঠনের মানুষ উদার, খোলামেলা এবং স্বাধীনচেতা হয়। তবে অনেক সময় সিদ্ধান্তহীনতাও দেখা যায়।

ভ্রু খুব কাছাকাছি - যাদের ভ্রু একে অপরের খুব কাছে, তারা মনোযোগী, গম্ভীর এবং দায়িত্ববান প্রকৃতির হয়। এরা কাজকে খুব গুরুত্ব দিয়ে দেখে। যাদের ভ্রু অসমান বা মাঝখানে ফাঁকা থাকে, তারা জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যায়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।