13th June, 2025

শরীরে 'বিশেষ' তিন জায়গায় তিল মানেই সরকারি চাকরি!

TV9 Bangla

Credit -  Freepik, X

সামুদ্রিক শাস্ত্রের দিকে নজর রাখলে দেখা যাবে শরীরের বিভিন্ন অংশের তিলের আলাদা আলাদা অর্থ রয়েছে। সেই মতো নানা স্থানে থাকা তিল শুভ এবং অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

এই পরিস্থিতিতে সামুদ্রিক শাস্ত্রে উল্লিখিত শরীরের ৩ স্থানের কথা জানা যাক, যেখানে তিল থাকলে যা কর্মক্ষেত্রের জন্য শুভ। আরও ভালো করে বললে শরীরের কয়েক জায়গায় তিল থাকলে সরকারি চাকরির সম্ভবনা বাড়ে।

হাতের তালুর মাঝখানে তিল থাকা শুভ। তা ইঙ্গিত দেয় যে আপনি সরকারি চাকরি পেতে পারেন। ওই স্থানে থাকা তিলকে সমৃদ্ধি ও সম্পদের প্রতীক বলেও ধরা হয়।

নাকে তিল থাকাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে, এই ধরনের ব্যক্তিরা সাফল্য বেশি পান এবং উচ্চ পদে পৌঁছতে পারেন।

হাতের তালুর তর্জনীর নীচের অংশকে বলা হয় গুরু পর্বত। ওই স্থানে তিল থাকার অর্থ হল, আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তা হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। এই স্থানে তিল থাকলে সরকারি চাকরি পাওয়ার সম্ভবনাও বাড়ে।

হস্তরেখাবিদ্যায় নাকে, তালুর মাঝখানে ও গুরু পর্বতে থাকা তিল শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই সাফল্য অর্জনে সাহায্য করে না, বরং শরীরের ওই স্থানগুলিতে তিল থাকলে ব্যবসাতেও সাফল্য ধরা দেয়।

যাদের এই জায়গায় তিল থাকে, তাদের নিজস্ব ব্যবসা শুরু করলেও ভালো হয়। যদি আপনার শরীরের ওই স্থানগুলিতে তিল থাকে, তা হলে বুঝতে হবে আপনার সরকারি চাকরির সম্ভবনা বা যোগ রয়েছে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা সামুদ্রিক শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।