11h July, 2025

বাড়ির পাশে রোজ বিড়াল কাঁদছে, জানেন কীসের ইঙ্গিত?

TV9 Bangla 

Credit -  Pinterest 

হিন্দুধর্মে শকুনশাস্ত্রের গুরুত্ব রয়েছে। জীবনে চলার পথে অনেকের নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তার কিছু শুভ আবার কিছু অশুভ ইঙ্গিত দেয়।

অনেকের বাড়ির বাইরে বিড়াল একটানা কাঁদতে থাকে। বিড়ালের এই কর্মকাণ্ডের সঙ্গে অনেকে কুসংস্কারের তুলনা করেন।

কেউ কেউ বিড়াল কাঁদা অশুভ বলেন। অনেকের বিশ্বাস, বিড়াল কাঁদা অশুভ সঙ্কেতের আভাস দেয়। এই বিষয়ে শকুনশাস্ত্রে কী বলা রয়েছে, জানেন?

শকুনশাস্ত্রে বিড়ালের কান্না নিয়ে নানা কথা উল্লেখ করা হয়েছে। তবে শুধু বিড়াল নয়, শকুনশাস্ত্রে অন্যান্য অনেক পশুর কান্না নিয়েও বলা হয়েছে।

শকুনশাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে যে, ওইভাবে কেঁদে বিড়াল কিছু অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয়। যা ওই পরিবারের সদস্যদের কিছু বড় সমস্যায় ফেলতে পারে।

শকুনশাস্ত্র অনুসারে, বাড়ির বাইরে বিড়াল কাঁদলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। এ ছাড়া শকুনশাস্ত্রে এও বলা হয় যে, বিড়াল ভবিষ্যতের ঘটনা বুঝতে পারে।

দুটো বিড়াল বাড়ির বাইরে যদি ঝগড়া করে, এবং কান্নাকাটি করে সেই অবস্থায় বুঝতে হবে ওই বাড়িতে অর্থক্ষতির সম্ভবনা ও ঘরোয়া বিবাদের সম্ভবনা রয়েছে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা শকুনশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।