10h July, 2025

স্বপ্নে ঝর্ণা দেখেছেন, আপনার জীবনে কী ঘটতে চলেছে জানেন?

TV9 Bangla 

Credit -  Getty Images 

বহু মানুষ ঘুমোনোর সময় বিভিন্ন ধরণের স্বপ্ন দেখেন। আর তা মোটেও অস্বাভাবিক নয়। তবে সকলের স্বপ্নের ধরন যেমন আলাদা, ঠিক তেমনই সকলের স্বপ্নের অর্থও আলাদা হয়।

কেউ কেউ দেখেন খুশির স্বপ্ন, আবার কারও আসে ভয়ের স্বপ্ন বা দুঃখের স্বপ্ন। যদি স্বপ্নে কেউ ঝর্ণা দেখেন তা হলে কী হয় জানেন?

আসলে স্বপ্ন সংক্রান্ত বইয়ে বহু জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে, যা শুভ বলে মনে করা হয়। এমন কয়েকটি স্বপ্ন রয়েছে, যা দেখলে যে কারও জীবনে ভালো হয়।

স্বপ্নশাস্ত্র মতে, রাতের বেলা ঘুমোনোর সময় কোনও ব্যক্তি যদি জল সংক্রান্ত স্বপ্ন দেখেন, তা হলে সেই ধরনের স্বপ্নকে শুভ বলে মনে করা হয়।

স্বপ্নশাস্ত্র এও বলছে যে, যদি কেউ ঘুমের মধ্যে ঝর্ণার জল দেখেন, তা হলে সেটা শুভ লক্ষণ। কিন্তু সেখানেও মাথায় রাখার মতো একটা বিষয় রয়েছে।

যেমন - কেউ স্বপ্নে পরিষ্কার জলের ঝর্ণা দেখলে তার বাড়িতে সুখ আসছে, এমনটাই বলছে স্বপ্নশাস্ত্র। ঝর্ণার জলের রং আলাদা হলেই স্বপ্নের অর্থও আলাদা হয়ে যায়।

স্বপ্নে যদি কোনও ব্যক্তি একখানা পরিষ্কার এবং সাদা জলপ্রপাত দেখেন, তা হলে ধরতে হবে যে ওই ব্যক্তির জীবনে থাকা সকল দুঃখের দিন শেষ হল বলে। কঠিন সময় কেটে যাওয়ার ইঙ্গিত দেয়।

স্বপ্নে নোংরা ঝর্ণার জল বা গরম জল দেখলে, তা শুভ লক্ষণের বার্তা নয়, আসন্ন বিপদের লক্ষণও হতে পারে। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা স্বপ্নশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।