যদি কোনও ব্যাক্তি রান্নাঘরে প্রদীপ জ্বালানোর কথা ভাবছেন, তা হলে প্রতিদিন একটি বিশেষ জিনিস দিয়ে তা জ্বালানো উচিত। তা হলে জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।
ওই বিশেষ জিনিসটি হল ঘি। রোজ রান্নাঘরে ঘি-য়ের প্রদীপ জ্বালানো হলে মা অন্নপূর্ণার আশীর্বাদ ঘরে বজায় থাকে। জীবনে কখনও খাবারের অভাব হয় না।
প্রতিদিন সন্ধায় রান্নাঘরে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এবং এর ফলে বাড়িতে কখনও অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।
ঘি-এর প্রদীপের পাশাপাশি রান্নাঘরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোও অত্যন্ত শুভ। এর ফলে দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। এবং তাঁদের আশীর্বাদ সারাজীবন সেই ব্যক্তিদের উপর বজায় থাকে।
বাস্তুশাস্ত্র মতে, প্রতিদিন রান্নাঘরে যদি তেলের প্রদীপ জ্বালানো হয়, তা হলে সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে। এবং ইতিবাচক শক্তি আকর্ষিত হয়।
শুধু তাই নয়, এর ফলে কু-দৃষ্টিও দূর হয়। রান্নাঘরে প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে একটি জিনিস অতি অবশ্যই মনে রাখতে হবে যে, যখনই রান্নাঘরে প্রদীপ জ্বালানো হবে তা যেন বাইরের কোনও ব্যক্তির চোখে পড়বে না।
তেমনটা করলে আপনার ঘরের উপর অশুভ দৃষ্টি পড়তে পারে। রান্নাঘরে প্রদীপ জ্বালানোর সময় লম্বা বাতিযুক্ত প্রদীপ জ্বালানো উচিত। দেব-দেবীর জন্য গোলাকার বাতি জ্বালানো শুভ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।