অনেকেই নিজের বাড়িতে পোষ্য হিসেবে পশু-পাখি রাখা পছন্দ করেন। অনেক পাখি বাড়িতে রাখা একদিকে যেমন শুভ, তেমন কয়েকটি পাখির ছবিও বাড়িতে রাখলে ভালো ফল মেলে।
বাস্তুশাস্ত্র বলছে কোনও বাড়িতে যদি আর্থিক সমস্যা থাকে, তা হলে সেখানে পাখির ছবি টাঙানো হলে উপকার পাওয়া যাবে। বাড়ির পরিবেশ ভালো হবে।
এ বার প্রশ্ন হল কোন পাখির ছবি রাখবেন বাড়িতে? কোনও ব্যক্তি যদি বাড়িতে ময়ূরের ছবি রাখেন, তা হলে সেই ঘরে ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ময়ূরের ছবি রাখা অত্যন্ত শুভ। ওই ছবিকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।
কোনও বাড়ির বাস্তু দোষ দূর করতে ময়ূরের ছবি রাখা ভালো। বাড়িতে কোনদিকে রাখবেন ময়ূরের ছবি? পূর্ব দিকে রাখতে হবে।
বাস্তুশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তি যদি বাড়িতে নীলকণ্ঠ পাখির ছবি রাখেন, তা শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়ির সুখ ও সমৃদ্ধি বাড়ে। মানসিক চাপ কমায়, নেতিবাচকতা দূর করে।
কারও বাড়িতে কাল্পনিক ফিনিক্স পাখির ছবি রাখা শুভ বলে মনে করা হয়। এই ছবি রাখলে ইতিবাচক শক্তি বাড়িতে সঞ্চারিত হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।