22nd June, 2025
রান্নাঘরে রাতে রাখেন এঁটো বাসন? বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?
TV9 Bangla
Credit - Getty Images
দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তে বহু ভুল করে থাকি। তার জন্য বাস্তুদোষও হয়। কিছু কাজ করলে অনেক সময় বাস্তুদোষ এড়ানো যায়।
অনেক মানুষের অভ্যাস রাতের বেলায় খাবার খাওয়ার পর এঁটো বাসন রেখে দেওয়া। আপাতদৃষ্টিতে এতে কোনও সমস্যা নেই বলেই মনে হয়। কিন্তু বাস্তুশাস্ত্র কী বলছে?
বাস্তুশাস্ত্র মতে রাতে এঁটো বাসন রেখে দেওয়া শুভ না অশুভ? চলুন জেনে নেওয়া যাক। আসলে বাস্তুশাস্ত্র বলছে, এ কাজ করা ঠিক নয়।
রাতের বেলা কোনও ব্যক্তি যদি এঁটো বাসন রান্নাঘরে রেখে দেন, তা হলে অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে এর উল্লেখ রয়েছে।
বাস্তুশাস্ত্র মতে, যদি কেউ রাতে এঁটো বাসন রান্নাঘরে রাখেন, তা হলে সেই ব্যক্তির জীবনে দুর্ভাগ্য বয়ে আসে।
বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘরে এঁটো বাসন রাখা অত্যন্ত অশুভ। এমনটা করলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। সেই বাড়িতে তিনি থাকেন না।
রান্নাঘরের বেসিনে সারা রাত এঁটো বাসন রাখলে, সেই বাড়িতে আর্থিক কষ্ট দেখা যায়। নেতিবাচক প্রভাব বাড়ে। ইতিবাচক শক্তি দূরে যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন