মানি প্ল্যান্ট চুরি করে লাগানো শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Getty Images, Pinterest
মানি প্ল্যান্ট রাখার চল দিন দিন বেড়ে চলেছে। কেউ কেউ মানি প্ল্যান্ট নিজের বাড়িতে রাখছেন শুধুই সাজানোর জন্য।
আবার কেউ কেউ মানি প্ল্যান্ট রাখেন বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতির কথা ভেবে। বাস্তুশাস্ত্রে এই গাছটি রাখার নানা নিয়মের কথা বলা হয়েছে।
অনেকে মানি প্ল্যান্ট চুরি করে বাড়িতে লাগায়। অনেকের বিশ্বাস এমনটা করলে ভালো ফল মেলে। তবে বাস্তুশাস্ত্র বলছে অন্য কথা।
চলুন জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মানি প্ল্যান্ট চুরি করে লাগানো শুভ না অশুভ। বাস্তুশাস্ত্র অনুসারে কখনও মানি প্ল্যান্ট চুরি করে লাগানো উচিত নয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট চুরি করে লাগালে বাড়িতে খারাপ প্রভাব পড়ে। অর্থনৈতিক সংকট দেখা দিতে শুরু হয়।
যে বাড়িতে মানি প্ল্যান্ট চুরি করে লাগানো হয়, সেখানে থাকা ব্যক্তিদের শারীরিক অবস্থা খারাপ হয়। পরিবারের ব্যক্তিদের মধ্যে কলহ শুরু হয়।
যাঁরা বাস্তুশাস্ত্র মানেন, সেই সকল ব্যক্তিদের যে কারণে কখনও মানি প্ল্যান্ট চুরি করে লাগানো উচিত নয়। নিজের টাকায় মানি প্ল্যান্ট কিনে লাগাতে হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।