বাড়ির দরজার সামনে জুতো ব়্যাক রাখা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্রে বলা আছে...
TV9 Bangla
Credit - Pinterest
অনেকের বাড়ি বা ফ্ল্যাটের সামনে দেখা যায় থাকে জুতোর ব়্যাক। বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রতিটি জিনিস রাখার নির্দিষ্ট দিকের কথা উল্লেখ রয়েছে।
সেই নিরিখে আপনি কি জানেন জুতোর ব়্যাক কোথায় রাখা উচিত? যারা বাস্তুশাস্ত্র মানেন, তারা সেখানে উল্লেখ করা দিক অনুযায়ী বাড়িতে জিনিস সাজান।
বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু নিয়ম ঠিক মতো না মানা হলে বাস্তু দোষ দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজার সামনে জুতোর স্ট্যান্ড রাখা ঠিক নয়।
বাড়ির প্রবেশদ্বারকে ইতিবাচক শক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। তাই ওই জায়গায় জুতো, চপ্পল রাখা শুভ নয়।
বাস্তুশাস্ত্র বলছে, যে ব্যক্তি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে জুতোর স্ট্যান্ড রাখেন, তার বাড়িতে সহজেই নেতিবাচক শক্তি প্রবেশ করে।
যারা নিজের বাড়ির প্রবেশদ্বারে জুতোর ব়্যাক রাখেন, তাদের বাড়িতে প্রায়শই অশান্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
যদি কারও বাড়ির প্রবেশপথ ছাড়া জুতোর ব়্যাক রাখার কোনও জায়গা না থাকে, তা হলে সেটি দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে রাখতে হবে। এবং জুতোর স্ট্যান্ড খোলা রাখা ঠিক নয়, ঢেকে রাখতে হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।