বর্ষায় দ্রুত পচে যাচ্ছে শাক-সবজি! কোন উপায়ে সমস্যা থেকে মিলবে মুক্তি?
TV9 Bangla
Credit - Freepik
বাস্তুশাস্ত্রে নানা স্থানের গুরুত্বের কথা বার বার বলা হয়। এ ছাড়া মানুষের কিছু কার্যকলাপ এমন রয়েছে, যা বাস্তুর সঙ্গে সম্পর্কিত।
প্রায়শই আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ অজান্তে করে ফেলি, যা বাস্তু ত্রুটির অন্যতম কারণ হতে পারে।
স্নানের সঙ্গে বাস্তুর যোগ রয়েছে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। বেশিরভাগ মানুষ স্নান করার পর বাথরুমেই পড়ে যাওয়া চুল ফেলে বেরিয়ে যান।
এ কাজ করা ঠিক নাকি ভুল? স্নান করার সময় চুল পড়া স্বাভাবিক। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাথরুমে ওই ভাবে চুল ফেলে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়।
এমনটা বিশ্বাস করা হয় যে, স্নান করার পর বাথরুমে চুল পড়ে থাকলে শনি ও মঙ্গল গ্রহ ক্ষুব্ধ হয়। এখানেই শেষ নয়। এর সঙ্গে আর্থিক যোগ রয়েছে।
স্নানের পর যদি কোনও ব্যক্তি ভেঙে পড়া চুল বাথরুমে ফেলে রেখে বেরিয়ে যান, তা হলে তার আর্থিক সমস্যাও হতে পারে।
যিনি এমনটা করেন, সেই ব্যক্তির আর্থিক ক্ষতির পাশাপাশি কেরিয়ারেও প্রভাব পড়তে পারে। তাই স্নানের শেষে যে চুল বাথরুমে পড়ে থাকে, তা তুলে ডাস্টবিনে ফেলা উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।