18th June, 2025

বাড়িতে হঠাৎ আসছে চড়ুই পাখি, এটি শুভ না অশুভ ইঙ্গিত বয়ে আনছে?

Credit -  Freepik , Getty Images 

TV9 Bangla 

পশু-পাখি অনেকেই পছন্দ করেন। কেউ কেউ তো পোষ্য হিসেবে নানা পশু-পাখি বাড়িতে রাখেন। পোষ্যকে কেউ কেউ নিজের সন্তানের মতো ভালোবাসেন।

অনেক সময় কিছু কিছু পশু-পাখি নিজের ইচ্ছেতে অন্যের বাড়িতে আসে। তেমনই এক পাখি চড়ুই। এটি শুভ না অশুভ ইঙ্গিত?

শকুন শাস্ত্র অনুসারে, বাড়িতে চড়ুই পাখি আসা সাধারণত শুভ বলেই মনে করা হয়। এটি শান্তি, সমৃদ্ধি ও উন্নতির লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

বাস্তুশাস্ত্র মতে চড়ুই পাখি সুরক্ষার প্রতীক। তাই এই পাখির উপস্থিতি সেই পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে।

বাস্তুশাস্ত্র বলছে, আচমকা যদি লক্ষ্য করা যায় যে বাড়িতে আসছে চড়ুই পাখি, তাহলে বুঝতে হবে এটি নতুন শুরুর ইঙ্গিত।

অনেকের বিশ্বাস, চড়ুই পাখি ইতিবাচক শক্তি নিয়ে আসে। একইসঙ্গে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে।

লোকমতে প্রচলিত যে, বাড়িতে বা ফ্ল্যাটে কোথাও চড়ুই পাখির বাসা দেখলে, তা ভাঙা ঠিক নয়। এটি থাকা সেই পরিবারের জন্য ভালো।

বলা হয়, চড়ুই পাখির কিচিরমিচির ডাক ও পাখার ঝাপটা অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। বিঃদ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এ বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।