মানিব্যাগে চাবি রাখা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Freepik, X
জীবনে ও পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য অনেক ব্যক্তি বাস্তুশাস্ত্র মেনে চলেন। যারা বাস্তুশাস্ত্র মানেন তারা অনেকেই মানিব্যাগে মা লক্ষ্মীর ছবি, হনুমানজির ছবি বা শ্রী যন্ত্রের ছবি রাখেন।
বলা হয়, এ কাজ করলে ধন-সম্পত্তি বাড়ে। কিন্তু কেউ যদি পার্সে চাবি রাখেন, তা হলে কি ভালো হয়? এ বিষয়ে কী বলছে বাস্তুশাস্ত্র? জেনে নিন বিস্তারিত।
অনেকেই বাড়িতে তালা বন্ধ করার পর চাবি মানিব্যাগে রেখে দেন। এটা খুবই স্বাভাবিক একখানা অভ্যাস। কিন্তু তাতে যদি হিতে বিপরীত হবে জানতে পারেন কেউ, তা হলে আর পার্সে ভুলেও চাবি রাখবেন না।
বাস্তুশাস্ত্র মতে, পার্সে চাবি রাখা ঠিক বলে মনে করা হয় না। কোনও ব্যক্তি যদি বাড়ি বা গাড়ির চাবিও পার্সে রাখেন, সেই অভ্যাস বদলে ফেলা ভালো।
কারণ পার্সে একটি চাবি বা একগুচ্ছ চাবি রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি এমনটা করেন, তার জীবনে অনেক সমস্যা আসে ও দুঃখে কাটে।
বাস্তুশাস্ত্র বলছে যে, মানিব্যাগে চাবি রাখার অভ্যাস থাকলে তা দ্রুত ত্যাগ করা উচিত। তা না করলে, সেই ব্যক্তি দরিদ্র হয়ে পড়েন। ওই ব্যক্তির জীবনে আর্থিক সমস্যার পাশাপাশি ঋণের বোঝাও বাড়তে শুরু করে।
এও বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তির পার্সে চাবি রাখা হলে তাতে নেতিবাচক শক্তি ঘিরে ঘরে। এর ফলে সেই বাড়ির ব্যক্তিদের মধ্যে রোগের প্রবণতা বাড়ে, মানসিক চাপ বাড়তে শুরু করে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।