19th June, 2025

বাড়িতে রয়েছে ময়ূর পালক, বাস্তুশাস্ত্র মতে এটি রাখা শুভ না অশুভ?

TV9 Bangla 

Credit -  Freepik , Canva

ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূর পালক। অনেকে বাড়িতে ময়ূর পালক সাজিয়ে রাখেন। পুজোর কাজেও অনেক সময় ময়ূর পালক ব্যবহার করা হয়।

অনেকের মনে প্রশ্ন জাগে যে, বাড়িতে ময়ূর পালক রাখা শুভ না অশুভ। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ।

যে বাড়িতে ময়ূরের পালক রাখা হয়, সেখান থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এবং সেই ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

বাস্তুশাস্ত্র এও বলছে যে, ময়ূরের পালক বাড়িতে রাখলে তা সেই পরিবারের সদস্যদের রোগ-ব্যধি দূর করে। স্বাস্থ্যের উন্নতি করে।

ময়ূরের পালক যে বাড়িতে রাখা হয়, সেই বাড়ির সদস্যদের অর্থলাভ হয়। অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হয়। অভাব অনটন দূর হয়।

বাস্তুশাস্ত্র মতে, ময়ূরের পালক বাড়িতে শুভ শক্তি আকর্ষিত করে। এবং জীবনে সাফল্য বয়ে আনতে সাহায্য করে।

বাড়ির কোথায় রাখবেন ময়ূর পালক? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ-পূর্ব বা উত্তর দিকে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।