14th June, 2025

বাড়ির যে দিকে ভুলেও রাখবেন না ডাস্টবিন, পরিবারে ঘনিয়ে আসতে পারে বিপদ

TV9 Bangla

Credit -  Freepik, Canva 

বাড়ির বিভিন্ন জায়গায় নানা জিনিস সাজানো থাকে। বাস্তুশাস্ত্র বলে দেয় বাড়ির কোন জায়গায় কোন জিনিস রাখা ভালো।

বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন সব সময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখাই শ্রেয়। এ ছাড়া উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিনও রাখা যেতে পারে।

বাস্তুশাস্ত্র মতে ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা ঠিক নয়। কারণ ওই দিকটি দেবতাকে উৎসর্গ করা হয়। তাই এইদিকে ডাস্টবিন রাখলে বাড়ির সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ডাস্টবিন দক্ষিণ-পূর্ব দিকে রাখা একেবারেই উচিত নয়। কারণ এইদিকে ডাস্টবিন রাখলে আর্থিক সমস্যা হতে পারে বলে মনে করা হয়।

কারও বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ডাস্টবিন রাখলে সঞ্চয় কমে যাওয়ার আশঙ্কা থাকে। জমানো পুঁজির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের পূর্ব এবং উত্তর দিকেও ডাস্টবিন রাখা উচিত নয়। তেমনটা করলে যে কোনও কাজের উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে।

কোনও বাড়িতে পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন রাখলে সেই পরিবারের সদস্যরা অলস প্রকৃতির হয়ে পড়েন। তাদের কোনও কাজ করতে ভালো লাগে না।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।