13th May, 2025
গাছ নয়, বাড়ির এই জায়গায় রাখুন তুলসী মঞ্জরী, ঘুচবে অর্থকষ্ট
TV9 Bangla
Pic Credit- Getty Images , Canva
তুলসী গাছের মাহাত্ম নিয়ে যত বলা হয়, যেন ততই কম। হিন্দু ধর্ম অনুযায়ী এই গাছকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।
তুলসী পাতা নানা পুজোতে ব্যবহৃত হয়। তুলসী পাতার রস খেলে শরীরে বহু উপকারও হয়। আর তুলসীর মঞ্জরীর ব্যবহার হয়? হ্যাঁ এটিও খুব কাজের।
বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয় যে, কেউ যদি বাড়ির সিন্দুকে তুলসী মঞ্জরী রাখেন, তার ফল ভালে হয়। সেটিকে শুভ বলে ধরা হয়।
তুলসী গাছ যে বাড়িতে থাকে সেখানে ইতিবাচক শক্তির আগমন হয়। আর সেখান থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূরে চলে যায়।
বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে কোনও ব্যক্তি বাড়ির সিন্দুকে বা টাকা রাখার জায়গায় যদি তুলসী মঞ্জরী রাখেন, সেই বাড়িতে অর্থকষ্ট হয় না।
কেউ যদি বাড়ির মন্দিরে তুলসী মঞ্জরী রাখেন, তা হলে সেই ব্যক্তির জীবনে বকেয়া টাকা ফেরত আসে। অর্থলাভের পথ সুগম হয়।
জ্যোতিষশাস্ত্র মতে একটি লাল কাপড়ে যদি অল্প পরিমাণে তুলসী মঞ্জরী বেঁধে সিন্দুকে রেখে দেন, তা হলে যে ব্যক্তি এ কাজ করেন, তাঁর ধন সম্পদ বাড়ে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন