10th February, 2025
তুলসী মঞ্জরীতেই হবে কাজ, কোথায় কীভাবে রাখলে ভরবে মানিব্যাগ?
TV9 Bangla
Credit - Pinterest
হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই গাছে লক্ষ্মীদেবীর বাস। তুলসী পাতা ছাড়া দেবী লক্ষ্মীর পুজো পূর্ণ হয় না।
তুলসী গাছ ও পাতারই যে উপকারিতা রয়েছে তা নয়। তুলসী মঞ্জরীরও রয়েছে বিরাট উপকারিতা। এটি ভীষণ কাজের জিনিস।
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা রয়েছে বাড়ির বেশ কিছু জায়গায় তুলসী মঞ্জরী রাখলে অর্থকষ্ট কাটে। বাড়িতে অর্থ আসার রাস্তা খোলে।
বাস্তুশাস্ত্র মতে বাড়িতে থাকা হাঁড়ি উত্তর-পূর্ব দিকে রাখা ভালো। সেই পাত্রে তুলসী মঞ্জরী ভরে রাখলে আয়ের নতুন পথ খোলে ও সুখ এবং সমৃদ্ধি বাড়ে।
বাড়ির মন্দিরে তুলসী মঞ্জরী রাখা শুভ। এটি করলে কোনও ব্যক্তির ঋণ শোধ হয়। বকেয়া টাকা ফেরত আসে। জীবনে সুখ আসে।
জ্যোতিষশাস্ত্র মতে একটা লাল কাপড়ে কিছুটা তুলসী মঞ্জরী বেঁধে নিজের বাড়িতে টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে ধন সম্পদ বাড়ে।
বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে একটা পাত্রে কিছুটা গঙ্গাজল ও তুলসী মঞ্জরী মেশাতে হবে। সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন