পদোন্নতি আটকে? অফিসের ডেস্ক এই গাছ দিয়ে সাজিয়ে দেখুন তো...
TV9 Bangla
Credit - Pinterest, Freepik, Getty Images
চোখের সামনে একটু সবুজ গাছ দেখলে, কার না মনটা ভালো লাগে! আজকাল দূষণের পরিমাণ বাড়ছে। আর গাছের পরিমাণ কমছে।
অনেকে আজকাল ইনডোর প্ল্যান্টের প্রতি ঝুঁকছেন। কেউ কেউ অফিসের ডেস্ক সাজান কিছু না কিছু গাছ দিয়ে। জেনে নিন, অফিসের ডেস্কে কোন গাছ রাখলে জলদি প্রোমোশন হবে।
বাস্তুশাস্ত্র অনুসারে, অফিসের ডেস্কে কয়েকটি বিশেষ গাছ রাখলে কর্মজীবনে উন্নতির পাশাপাশি পদোন্নতির সম্ভবনা বাড়ে বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র মতে, বাঁশ গাছ (Lucky Bamboo) সৌভাগ্য ও সমৃদ্ধি আকর্ষণ করে। এই গাছ ইতিবাচক শক্তি নিয়ে আসে। যা কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করে।
লাকি ব্যাম্বোর পাশাপাশি অফিসের ডেস্কে রাখতে পারেন মানি প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র মতে অফিসের ডেস্কে মানি প্ল্যান্ট রাখতে পারেন। উত্তর বা পূর্বদিকে রাখতে হবে এই গাছ।
ক্যাকটাস, কাঁটাজাতীয় এবং কোনও বনসাই গাছ অফিসের ডেস্কে রাখা চলবে না। তা হলে পদোন্নতির জায়গায় বাধা পড়বে। প্রোমোশন আটকে যাবে।
মাথায় রাখতে হবে অফিসের ডেস্কে যদি আপনার রাখা গাছের পাতা শুকিয়ে যায়, তা হলে সেটি অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।