সংসারে অশান্তি দূর করতে চান? বাড়ির ঠাকুরঘর থেকে এই জিনিসগুলি শীঘ্রই সরান
TV9 Bangla
Credit - Getty Images
কমবেশি সকলের বাড়িতে ঈশ্বরের আরাধনার জন্য একখানা আলাদা জায়গা রয়েছে। যে জায়গাতে পুজোর ঘর বা বাড়ির মন্দির বা বাড়ির ঠাকুরঘর বলা হয়ে থাকে।
বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঠাকুরঘরে বেশ কয়েকটি জিনিস রাখা উচিত নয়। যদি সেগুলি রাখা হয়, তাহলে যে কোনও ব্যক্তির জীবনে অমঙ্গল ও সংসারে অশান্তি নেমে আসে।
এক ঝলকে দেখে নিন বাড়ির পুজোর রুমে কোন কোন জিনিস রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, বাড়ির ঠাকুরঘরে কোনও ভাঙা মূর্তি থাকলে তা সরিয়ে দেওয়া উচিত।
বাড়ির ঠাকুরঘরে যদি কোনও ব্যক্তি ভাঙা মূর্তি রাখেন, তা হলে সেই বাড়িতে অমঙ্গল ধেয়ে আসে। পাশাপাশি সেই বাড়িতে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির ঠাকুরঘরে ভুলেও রাখতে নেই পূর্বপুরুষদের ছবি। তা যদি রাখা হয় ঈশ্বর অসন্তুষ্ট হতে পারেন। সেই বাড়িতে পিতৃদোষ হতে পারে। নেতিবাচক শক্তি হু হু করে বাড়তে পারে।
বাস্তুশাস্ত্র বলছে বাড়ির ঠাকুরঘরে বা সিংহাসনে বিরাজমান মূর্তি বা ছবিতে কখনও শুকনো ফুল রাখবেন না। এ কাজ করলে আর্থিক ক্ষতির সম্ভবনা বাড়ে। কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়।
অনেক ব্যক্তির বাড়ির ঠাকুর ঘরে বা সিংহাসনে এক দেবতার একাধিক ছবি বা মূর্তি থাকে। বাস্তুশাস্ত্র মতে তা করলে ঘরে বাস্তু দোষ তৈরি হতে পারে। বাড়ির মন্দিরে একাধিক শঙ্খ রাখাও ভালো নয়। আর্থিক সমস্যা বাড়ে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস ও বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।