বাড়ির আনাচে কানাচে ঘুরছে টিকটিকি? জানেন এটি শুভ না অশুভ
TV9 Bangla
Credit - Getty Images, unsplash
টিকটিকি মুক্ত বাড়ি খুব একটা দেখা যায় না। যে কোনও বাড়িতে টিকটিকি থাকা স্বাভাবিক। কিন্তু আচমকা বাড়িতে টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তা চিন্তার বিষয়।
জ্যোতিষশাস্ত্র মতে কোনও বাড়িতে টিকটিকি থাকা কখনও শুভ, আবার কখনও অশুভ উভয় লক্ষণই দেয়। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে টিকটিকি আসার অর্থ কী।
বাস্তুশাস্ত্র মতে টিকটিকি দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচিত হয়। পণ্ডিতদের মতে বাড়িতে টিকটিকি থাকা শুভ। টিকটিকি ভবিষ্যতের ভালো ও মন্দ ঘটনার ইঙ্গিত দেয়।
কারও বাড়ির মধ্যে যদি টিকটিকি ঘোরাফেরা করে, তা হলে সেটি ভালো বলেই বিবেচিত হয়। এটি সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
বাস্তুশাস্ত্র বলছে পুজোর ঘরে যদি দুই বা ততধিক টিকটিকি শব্দ করে বা দৌড়ায়, তা হলে খুবই ভালো। বলা হয় যে, টিকটিকির উপস্থিতি বাড়ির সকল নেতিবাচক শক্তি দূর করে।
পণ্ডিতদের কথায়, মাঝে মাঝে টিকটিকি বিকট শব্দ করে। এটি মোটেও শুভ নয়। তখন বুঝতে হবে সামনে কোনও বড় সমস্যা আসছে।
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, যদি কেউ টাকা গোনার সময় বা টাকা রাখার সময় বাড়িতে থাকা টিকটিকি টিক টিক আওয়াজ করে, তাহলে বুঝতে হবে অর্থ ভাগ্য ফিরবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।