12th June, 2025

ব্যবসা শুরু করবেন? দোকানের মূল দরজা কোনদিকে রাখা শুভ জানুন

TV9 Bangla

Credit -  Freepik

বাস্তুশাস্ত্র অনুসারে দোকানের মূল দরজা ব্যবসার সাফল্য ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দোকানের মূল দরজা সঠিক দিকে থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।

পূর্ব দিক হল সূর্যোদয়ের দিক। যা নতুন সূচনা, শক্তি ও আলোর প্রতীক। বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে যদি কোনও দোকানের প্রবেশদ্বার থাকে, তা হলে সেই দোকান ব্যবসার জন্য খুবই শুভ হয়।

উত্তর দিককে ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীর দিক বলা হয়। এবং ধন-সম্পদের দেবতা কুবেরের দিকও বলে মনে করা হয়।

ফলে উত্তর দিকে যদি কোনও দোকানের মূল দরজা থাকলে ধন ও সম্পদ বৃদ্ধির সম্ভবনা বাড়ে। ব্যবসা লাভের মুখ দেখে।

উত্তর-পূর্ব দিককে সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে দোকানের মূল দরজা থাকলে শান্তি বজায় থাকে।

সাধারণত দোকানের মূল প্রবেশদ্বার দক্ষিণ দিকে বানানো ঠিক নয়। তা অশুভ বলে বিবেচিত হয়। এ ছাড়া পশ্চিম দিকটিকে ব্যবসার জন্য খুব একটা শুভ বলে মনে করা হয় না। এদিকে দরজা থাকলে গ্রাহকের সংখ্যা কমতে পারে।

দোকানের মালিকদের সব সময় উচিত দক্ষিণ বা পশ্চিম দিকে বসে গ্রাহকদের সঙ্গে কথা বলা। এমনটা করলে দোকানের সমৃদ্ধি বাড়ে ও ব্যবসায় সাফল্য ধরা দেয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।