বাড়িতে রয়েছে আম গাছ? বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ জানেন?
TV9 Bangla
Credit - Freepik, Getty Images
'আম গাছ যেখা, রস বাড়ে সেথা' এটি খনার বচন। এর অর্থ আম গাছ ঘরের আশেপাশে থাকলে তাতে সুখ ও সমৃদ্ধি এবং পরিবারে প্রাচুর্য আসে।
ফলের রাজা আম অত্যন্ত পুষ্টিকর। আর খনার বচন দেখলে, বোঝা যায় এই গাছ অর্থনৈতিক দিক থেকেও মূল্যবান। যে বাড়িতে আম গাছ থাকে, তা সাধারণত শুভ বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্রে বাড়িতে আম গাছ রাখা শুভ বলা হয়। তবে বাড়িতে আম গাছ রাখবেন কোন দিকটিকে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, আম গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগানো শুভ। এর ফলে ঘরে শান্তু ও সমৃদ্ধি বজায় থাকে।
একদিকে বাস্তুশাস্ত্রে আম গাছ বাড়িতে রাখা যেমন শুভ বলা হয়, তেমনই এও উল্লেখ রয়েছে যে, আম গাছের ছায়া যদি বাড়ির উপরে পড়ে, তা হলে সেই বাড়িতে অশান্তি হয়, ঝগড়া হওয়ার সম্ভবনা বাড়ে।
যদি একান্তই দেখেন আম গাছের ছায়া বাড়িতে পড়ছে, তা হলে সেটি কেটে না দিয়ে আম গাছের নীচে তুলসী গাছ লাগিয়ে দিতে পারেন। তা হলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে।
আম গাছ একদিকে টক, মিষ্টি ফল যেমন দেবে, তেমনই বাড়িতে যদি আম গাছ থাকে, তা হলে এই গাছের পাতা পুজোতেও কাজে লাগাতে পারবেন।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।