18th July, 2025

বাড়িতে এই ৫ ছবি কখনও রাখবেন না, ধেয়ে আসবে দুঃখ, জমবে সমস্যার পাহাড়!

Credit - Pinterest, Pixabay, Unsplash

TV9 Bangla

বাস্তুশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মেনে চললে জীবনে বহু বিপত্তি এড়ানো যায়। বাস্তু মেনে বাড়িতে কিছু জিনিস না রাখলে মানুষের জীবনে আর্থিক সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা হয়, নানা কাজে বাধা বিপত্তি আসে।

বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে কখনও ৫টি ছবি রাখবেন না। তা না হলে জীবনে ধেয়ে আসবে ঘোর বিপত্তি। চলুন জেনে নেওয়া যাক সেই ছবি কোনগুলি।

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে বাড়িতে কখনও ডুবন্ত জাহাজের ছবি রাখা উচিত নয়। যে বাড়িতে এই ছবি রাখা হয়, সেখানে অনেক সমস্যা দেখা দেয়। এর ফলে নেতিবাচক শক্তি বাড়ে।

এ ছাড়া ডুবন্ত জাহাজের ছবি রাখলে সেই বাড়ির মানুষদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র বিশারদদের মতে, বাড়ির ভেতর গোলাপ গাছের ছবি রাখা উচিত নয়।

বাড়িতে গোলাপ গাছের ছবি রাখলে বাড়িতে অর্থের অভাব দেখা যায়। পাশাপাশি এই ছবি ঘরে নেতিবাচকতা বাড়ায়। কোনও বাড়িতে কখনও শিশুদের কান্নার ছবি রাখা উচিত নয়।

সবসময় বাচ্চাদের হাসিখুশি ছবি রাখার চেষ্টা করবেন। শিশুর কান্নার ছবি বাড়িতে রাখলে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। পাশাপাশি ওই বাড়িতে যাঁরা থাকেন তাঁদের মানসিক উদ্বেগ বাড়ে, মনে চাপ পড়ে।

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে কোনও পরিস্থিতিতে বাড়িতে যুদ্ধ সম্পর্কিত ছবি রাখা উচিত নয়। বিশেষ করে মহাভারতের সঙ্গে সম্পর্কিত ছবি বাড়িতে দুর্ভাগ্য বয়ে আনে। ও সমস্যার সম্ভবনা তৈরি করে।

বাড়িতে নটরাজের মূর্তি রাখা ভালো নয়। বলছে বাস্তুশাস্ত্র। এর ফলে নেতিবাচক শক্তির পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পাবে। তাই নটরাজ মূর্তি বা ছবি বাড়িতে রাখা ভালো নয়।