24th May, 2025

আচমকা কমেছে স্বামী-স্ত্রীর আদর? খেলা ঘোরাতে রইল বেডরুম ‘সিক্রেট’ টিপস

TV9 Bangla

Credit - Getty Images, Freepik

বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে কয়েকটি গাছ লাগালে বাস্তু এবং গ্রহের ত্রুটি দূর হয়। বর্তমানে মানুষ আর শুধু বাড়ির বাইরে নয়, ভেতরেও নানা গাছপালা লাগান।

বেডরুমকে বরাবর কোনও বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ রুম মনে করা হয়। সেখানে কোনও ব্যক্তি সারাদিনের খাটাখাটনির পর ঘুমোন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন ও নিজের মতো করে সময় কাটান।

বাস্তুশাস্ত্র বলছে কিছু গাছ বেডরুমে রাখা ভালো। যেমন- মানি প্ল্যান্ট। এটি বেডরুমে রাখলে, তা শুভ বলে মনে করা হয়। এই গাছ বেডরুমের যে কোনও দিকে রাখলেই হবে কামাল।

বেডরুমে লিলি গাছ রাখা শুভ বলা হয়। ইতিবাচক শক্তি আসে। এটি রাখলে ঘুমের সময় খারাপ স্বপ্ন আসে না। লিলি গাছ হল সমৃদ্ধি, সুখ ও শান্তির প্রতীক।

ফেং শুইতে ও বাস্তু মতে বাঁশ গাছকে ভীষণ শুভ বলে মনে করা হয়। বেডরুমের যে কোনও জায়গায় রাখা যায়। তবে দক্ষিণ-পূর্ণ কোণে বাঁশ গাছ রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

বেডরুমে ল্যাভেন্ডার গাছ রাখা ভালো। যেমন সুন্দর গন্ধ পাওয়া যায় এই গাছটি থেকে, তেমনই এর উপস্থিতি রুমকে আরও মনোরম করে তোলে। বেডরুমের টেবিলে এই গাছ রাখা ভালো।

উপরিল্লিখিত গাছগুলি কেউ যদি বেডরুমে রাখেন, তা হলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ভালো হয় প্রেমের সম্পর্ক। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। বাড়ে ভালোবাসা।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।