1st July, 2025

বাড়ির দরজার সামনে জুতো উল্টো থাকা শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র বলছে...

TV9 Bangla 

Credit - Getty Images 

অনেকেই ঘরবাড়ি খুব পরিপাটি করে রাখতে পছন্দ করেন। যার পিছনে প্রচুর সময়ও ব্যয় করেন অনেকে। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে নানা জিনিস ঠিক জায়গায় রাখলে সুখ, শান্তি আসে।

অনেকের বাড়ির দরজার সামনেই জুতো রাখা থাকে। যদি কোনও সময় জুতো উল্টো থাকে, তা হলে বাড়ির বড়রা ভীষণ চিত্‍কার-চেঁচামেচি করতে থাকেন।

আপনার বাড়ির সামনেও কি জুতো উল্টো করে রাখা থাকে? জানেন এটি শুভ না অশুভ? বাস্তুশাস্ত্র এই নিয়ে কী বলছে বিস্তারিত জেনে নিন।

বাস্তুশাস্ত্র বলছে, কোনও ব্যাক্তির ঘরে জুতো ও চপ্পল যদি উল্টো করে পড়ে থাকে, তা সেই বাড়ির ব্যক্তিদের দুর্ভাগ্যের অন্যতম কারণ হয়ে উঠতে পারে।

যে সকল ব্যক্তিদের ঘরের সামনে জুতো এবং চপ্পল উল্টো করে থাকে, সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে। ইতিবাচক শক্তির প্রভাব কমে যায়।

বাস্তুশাস্ত্র মতে, যাদের বাড়ির সামনে জুতো উল্টো অবস্থায় পড়ে থাকে, তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিতে পারে।

আর্থিক সমস্যার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। এখানেই শেষ নয়, এর ফলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন।

https://tv9bangla.com/webstories/lifestyle

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।