সিঁড়ির নীচে রেখেছেন ঝাড়ু, বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?
TV9 Bangla
Credit - Getty Images, Freepik
সকলের বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখার জন্য বাস্তুশাস্ত্রের গুরুত্ব অনেক। কোনও কোনও ব্যক্তি বাস্তুশাস্ত্র মেনে বাড়ির নানা জায়গায় বিভিন্ন জিনিস রাখেন।
বাস্তুশাস্ত্র মতে, বেডরুম, রান্নাঘর, বাথরুমের মতো সিঁড়ির নীচের অংশটিও গুরুত্বপূর্ণ। অনেকে আবার সিঁড়ির নীচে নানা জিনিস রাখেন।
বাড়ির সিঁড়ির নীচে আর যে জিনিসই রাখা হোক না কেন, ভুলেও ঝাড়ু রাখা ঠিক নয়। আপনি কি আপনার বাড়ির সিঁড়ির নীচে ঝাড়ু রাখেন?
বাস্তুশাস্ত্র বলছে যে, ঝাড়ু সিঁড়ির নীচে রাখা মোটেও শুভ নয়। এটি অশুভ বলেই ঘরা ধরা হয়। সিঁড়ি আসলে প্রগতি ও উন্নয়নের প্রতীক। আর সেখানে সিঁড়ির নীচে ঝাঁড়ু রাখলে উন্নতি ও প্রগতি থমকে যায়।
বাড়ির নেগেটিভ এনার্জি সিঁড়ির নীচে জমে থাকে। তাই সেখানে কী রাখা উচিত, আর কী রাখা ভালো নয়, সেই বিষয়ে সকলের অত্যন্ত সতর্ক হওয়া জরুরি।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ঝাড়ুকে মনে করা হয় দেবী লক্ষ্মীর রূপ। এই পরিস্থিতিতে সিঁড়ির নীচে ঝাড়ু রাখলে ধন সম্পদের দেবী রুষ্ট হতে পারেন। বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে।
পুরনো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের বেশ কিছু নিয়ম রয়েছে। শনিবার নতুন ঝাড়ু কিনলে খুব ভালো। ওই দিনটিকে শুভ বলে ধরা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।