26th June, 2025
বাড়ির সামনে একটানা কাক ডাকছে? বাস্তুশাস্ত্রে এটি শুভ না অশুভ?
TV9 Bangla
Credit - Freepik
পশু ও পাখি অনেকেই পছন্দ করেন। কিন্তু কাক সেই তালিকায় পড়ে না। কাকের সঙ্গে নিবিড় যোগ রয়েছে শনিদেবের।
অনেকে মনে করেন, বাড়ির সামনে যদি একনাগাড়ে কাক ডাকে, সেটি শুভ নয়। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্র কী বলছে জানেন?
কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। যে কোনও এলাকা পরিষ্কার করে দেয় কাক। কিন্তু সেই কাকই যখন বাড়ির সামনে ক্রমাগত ডাকতে থাকে, অনেতেই চিন্তিত হয়ে পড়েন।
বাস্তুশাস্ত্রে কাক ডাকা নিয়ে নানা বর্ণনা রয়েছে। বাড়ির কোনও নির্দিষ্ট একদিকে যদি একাধিক কাক একসঙ্গে বসে ডাকে, তার অর্থ বিপদ ঘনিয়ে আসছে।
অনেকে বিশ্বাস করেন যে, যদি বাড়ির কাছে এসে কাক ডাকে, তা হলে সেই দিন ওই ব্যক্তির বাড়িতে খারাপ কিছু হতে পারে।
বিষ্ণুপুরাণ মতে, কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মনে করা হয়। এবং কাক পূর্বপুরুষদের আগমনের প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়।
পিতৃপক্ষে যদি কাক বাড়িতে আসে, তা হলে তাকে তাড়াতে মানা করা হয়। সেই সময় মনে করা হয় যে, কাকের বেশে পূর্বপুরুষরা এসে জল গ্রহণ করছেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন