বাড়ির মূল দরজায় সিঁদুর লাগান, জানেন এটি শুভ না অশুভ?
TV9 Bangla
Pic Credit- Getty Images , Canva
বাস্তুশাস্ত্রে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য নানা প্রতিকারের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে সিঁদুরের ব্যবহারও।
বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর পরেন। পাশাপাশি দেবীর বরণেও সিঁদুর ব্যবহার করা হয়।
শুধু মহিলারাই যে সিঁদুর ব্যবহার করেন বা পুজোই এটি শুধু ব্যবহার হয়, তা নয়, বাড়ির মূল দরজাতেও সিঁদুর লাগানোর চল রয়েছে। জানেন এটি শুভ না অশুভ?
বাস্তুশাস্ত্রে বাড়ির মূল দরজায় সরষের তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে তিলক লাগানোর কথা উল্লেখ রয়েছে। অনেকের বিশ্বাস যে, এমনটা করলে বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির মূল দরজায় সিঁদুরের টিকা দিলে গ্রহের দোষ কাটে। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। বিবাহিত জীবন সুখের হয়। প্রেম বাড়ে।
বাড়ির মূল দরজায় সিঁদুরের ছোঁয়া আর্থিক সংকট দূর করতেও সাহায্য করে। দীপাবলির দিন বাড়ির মূল দরজায় সিঁদুরের তিলক লাগানোর চল রয়েছে।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির প্রধান দরজার বাইরে সিঁদুর লাগালে মা লক্ষ্মীর আগমন হয়। সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন। আর্থিক সংকট দূর হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।