19th June, 2025
জীবনে সুখ না দুঃখের ছায়া পড়বে? বাড়িতে থাকা আয়নাই বলে দেবে
TV9 Bangla
Credit - Freepik
বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রতিটি কোণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বাস্তুশাস্ত্র সম্পর্কে জানেন না। তাই অজান্তেই জীবনে নানা বিপদ ডেকে আনেন।
বাড়ির যে কোনও স্থানে যে কোনও জিনিস রাখা ঠিক নয়। খানিক বাস্তুশাস্ত্র মেনে চললে ওই জিনিসপত্র রাখা থেকেই ভাগ্য খোলে।
ঘরের কোন জায়গা আয়না রাখার জন্য শ্রেয়? অনেকেই জানেন না। আয়নাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু বাস্তুশাস্ত্রে এর বিরাট গুরুত্ব রয়েছে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে আয়না রাখা শুভ বলে মনে করা হয়। কারণ এই দিকে আয়না রাখলে ইতিবাচক শক্তি আকর্ষিত হয়।
বাড়ির কোন দিকে আয়না রাখা অশুভ? ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখা এড়িয়ে চলা উচিত। কারণ এর ফলে নেতিবাচক শক্তি আকর্ষিত হতে পারে।
কারও বাড়িতে যদি ভাঙা আয়না থাকে, তাহলে সেটি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। তেমনটা না করলে সেই পরিবারে ঝগড়া হয়। পরিবারের সদস্যদের সম্পর্ক নষ্ট হয়।
বাড়িতে অপরিষ্কার আয়না কখনও রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে বলা হয় অপরিষ্কার আয়নায় মুখ দেখলে অত্যন্ত অশুভ ফল মেলে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন