8th July, 2025

হাতে টাকা থাকছে না? মানিব্যাগে এই সব জিনিস নেই তো, চটপট দেখে নিন

TV9 Bangla 

Credit - Getty Images 

অনেক ব্যক্তি দেখেন রোজগার যতই হোক না কেন, হাতে একটা টাকাও টিকতে চায় না। মাসের শুরুতে বেতন পাওয়ার পরই হু হু করে টাকা বেরিয়ে যায়।

এত অস্বাভাবিক খরচ হয় যে, কোনওভাবেই সামাল দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে অনেক সময় সমস্যা তৈরি করতে পারে আপনার মানিব্যাগ।

অবাক লাগছে? বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বেশ কিছু জিনিস মানিব্যাগে রাখা শুভ নয়। চলুন এই তালিকায় রয়েছে কী কী।

বাস্তুশাস্ত্র মতে, কোনও ব্যক্তির মানিব্যাগে ছেঁড়া বা ফেটে যাওয়া নোট রাখা ভালো নয়। এর ফলে অর্থ আগমনে বাধা তৈরি হয়।

এ ছাড়া মানিব্যাগে পুরনো রসিদ রাখলে টাকা টেকে না। কোনও প্রয়াত প্রিয়জন বা আত্মীয়ের ছবি মানিব্যগে রাখলে অর্থনৈতিক অবস্থা ভালো হয় না।

মানিব্যগে কোনও ঠাকুরের ছবি রাখাও ভালো নয়। তার ফলে সম্পদ আগমনে বাধা ঘটে। মানিব্যাগ আসলে একটি অত্যন্ত ব্যক্তিগত বিষয়। যা অর্থ সম্পর্কিত। এতে আবেগের জায়গা তৈরি হলে অর্থ সঞ্চয়ে বাধা তৈরি হয়।

কারও মানিব্যাগ ছিঁড়ে গেলে, তাতে টাকা বেশিক্ষণ থাকে না। মানিব্যাগ সবসময় পরিষ্কার রাখতে হবে। তা হলে লক্ষ্মীদেবী প্রসন্ন হয়। সবুজ বা বাদামি রংয়ের মানিব্যগ ব্যবহার করা ভালো বলে অনেকের বিশ্বাস।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।