10h July, 2025
বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন দিকের কর্নার খালি রাখা উচিত?
TV9 Bangla
Credit - Getty Images
বাস্তুশাস্ত্রে প্রতিটি দিক ও কোণ সম্পর্কে নানা নিয়মের কথা উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে, বাড়ির একটি দিক সবসময় খালি রাখা উচিত।
এ বার প্রশ্ন হল বাড়ির কোন দিকটি খালি রাখা উচিত? বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্বদিকটি সবসময় খালি রাখা উচিত। এই কোণায় কোনও জিনিস রাখা ঠিক নয়।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব কোণায় প্রদীপ জ্বালানো শুভ। আসলে পূর্ব দিকটিতে সূর্য দেবতা ও গ্রহদের রাজা ইন্দ্রদেবের দিক হিসেবে বিবেচনা করা হয়।
যার ফলে বাড়ির পূর্ব কোণা সবসময় পরিষ্কার রাখা উচিত। একেবারেই যে ওই দিক ফাঁকা রাখতে হবে, তাও নয়। সেখানে একটি তুলসী গাছ রাখতে পারেন।
পূর্ব দিক ছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর-পূর্ব কোণটিও খালি রাখা উচিত। এই কোণায় দেবতাদের বাস হিসেবে বলা হয়। তাই ওই জায়গায় পরিষ্কার রাখা জরুরি।
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণটি উঁচু হওয়া উচিত। এ ছাড়া বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিক ভারী জিনিস রাখার জন্য শুভ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন