স্বপ্নে সূর্যাস্ত দেখেছেন? আপনার জীবনে কী ঘটবে কল্পনাও করতে পারবেন না!
Credit - Unsplash
TV9 Bangla
বাস্তবে সূর্যাস্ত দেখতে বেশ লাগে। অনেকেই যে কারণে নির্জন সমুদ্রতীরে সূর্যাস্ত উপভোগ করেন।
সূর্যাস্ত দেখা
স্বপ্নে সূর্যাস্ত দেখা মোটেও ভালো নয়। এমনটাই বলছে স্বপ্নশাস্ত্র। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই স্বপ্নটি অশুভ বলে মনে করা হয়।
সূর্যাস্তের স্বপ্ন দেখা
এর অর্থ হল আপনার জীবনে খুব তাড়াতাড়ি নেতিবাচক কোনও কিছু ঘটতে চলেছে।
স্বপ্নশাস্ত্র মতে সূর্যাস্তের স্বপ্নের অর্থ কী?
পুরো মিশ্রণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন অন্তত ১ ঘণ্টা। ঠান্ডা ঠান্ডা পেয়ারা পায়েস উপরে কাজু-কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।
জীবনের কোনও পর্বের সমাপ্তি
অনেক সময় সূর্যাস্তর স্বপ্ন দেখার অর্থ জীবনে সাময়িক অন্ধকার বা চ্যালেঞ্জ আসতে পারে।
দুঃখ বা বিষণ্ণতা আসার পূর্বাভাস
পুরো মিশ্রণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন অন্তত ১ ঘণ্টা। ঠান্ডা ঠান্ডা পেয়ারা পায়েস উপরে কাজু-কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।
দুঃখ বা বিষণ্ণতা আসার পূর্বাভাস
মোহ বা বন্ধন থেকে মুক্তি - তন্ত্র বা যোগসংহিতায় সূর্যাস্তকে ধরা হয় মোহের অবসান হিসেবে। অর্থাৎ আপনি এক ধরণের মানসিক বা আধ্যাত্মিক মুক্তির দিকে এগোচ্ছেন।
মোহ বা বন্ধন থেকে মুক্তি
স্বপ্নে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে বোঝায় আপনি হয়তো নিজের ভেতরের সঙ্গে কথা বলতে চাইছেন, নিজেকে খুঁজছেন।