জীবনে সাফল্য আসবে কি না বলে দেবে বাড়ি! আচার্য চাণক্য বলেছেন...
TV9 Bangla
Credit - Pinterest
প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ আচার্য চাণক্য। তাঁর বলে যাওয়া নীতি রাজনীতি, সমাজ ছাড়াও প্রত্যেক মানুষের পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আচার্য চাণক্য বলেছিলেন, যারা সৎ পথে কাজ করেন, তাঁরা সবচেয়ে খুশি থাকেন। যে সকল ব্যক্তি নিজের জীবনে চাণক্য নীতি মেনে চলার চেষ্টা করেন, তাঁরা জীবনে সাফল্য পান।
চাণক্য তাঁর নীতিতে কোনও ব্যক্তির গৃহনির্মাণ নিয়েও নানা কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, এমন কয়েকটি দিক রয়েছে, যেখানে বাড়ি তৈরি করা একেবারেই উচিত নয়।
চাণক্য নীতি অনুযায়ী যে জায়গায় অর্থ উপার্জনের উপায় নেই, সেখানে বাড়ি তৈরি করতে নেই। কারণ তার জন্য আজীবন সমস্যা হতে পারে। আয়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে।
যে জায়গায় কোনও আইন-শৃঙ্খলা নেই, সেখানে বাড়ি তৈরি করতে নেই। কারণ তেমন জায়গায় বাড়ি তৈরি করলে যে কেউ নিরাপত্তাজনিত সমস্যায় ভোগেন।
চাণক্য জানিয়েছেন, বহু বছর ধরে পরিত্যক্ত থাকা স্থানে বাড়ি তৈরি করা উচিত নয়। ওই ধরনের জায়গায় নেতিবাচক শক্তি থাকার সম্ভবনা বেশি।
আচার্য চাণক্য পরামর্শ দিয়েছেন, এমন জায়গায় বাড়ি তৈরি করতে হবে, যেখানে ভালো চিন্তাভাবনার মানুষ বসবাস করেন। এর ফলে জীবনে অনেক সুবিধা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।