10th June, 2025
মৃত্যু অবধি সব মানুষের সঙ্গে থাকে এই ৪ জিনিস, আচার্য চাণক্য বললেন…
TV9 Bangla
Credit - Pinterest, Freepik
আচার্য চাণক্য এক মহান দার্শনিক ছিলেন। বহু বিষয়ে তাঁর অসাধারণ দখল ছিল। অত্যন্ত স্পষ্টবক্তা ছিলেন তিনি।
আচার্য চাণক্যর বলে যাওয়া নানা কথা অনেকের জীবন বদলে দিয়েছে। তিনি বলেছেন, ৪টি জিনিস মানুষের মৃত্যু অবধি সঙ্গে থাকে।
আচার্য চাণক্য অর্থ, ঋণ, প্রেম, মানুষের জয়-পরাজয়, জীবন সংক্রান্ত নানা কথা বলে গিয়েছেন। সেই সকল কথা চাণক্য নীতিতে উল্লেখ রয়েছে।
কীভাবে জীবনের শীর্ষে পৌঁছনো যায়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন আচার্য চাণক্য। তিনি জানিয়েছেন এমন চার জিনিসের কথা। যা আমাদের মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকে।
প্রত্যেক মানুষের সঙ্গে মোট চারটি জিনিস মৃত্যু অবধি সঙ্গে থাকে। আচার্য চাণক্যের মতে, সেই চার জিনিসের মধ্যে একটি হল আমাদের বুদ্ধিমত্তা।
মানুষের মৃত্যু অবধি আমাদের সঙ্গে যা থাকে তার অন্যতম হল শিক্ষা। একবার মানুষ শিক্ষিত হলে, সেই শিক্ষা তার থেকে কেউ কেড়ে নিতে পারে না।
মহান দার্শনিক আচার্য চাণক্যর মতে অর্জিত সম্পদ এবং সৎকর্মও মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। এরাই আমাদের প্রকৃত সঙ্গী।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন